আব্দুল হালিম, বিশেষ প্রতিনিধি: জুনিয়র পরিবার কল্যান সহকারী হিসেবে পদায়নের দাবীতে স্বাস্থ্য কর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘পরিবার পরিকল্পনা আওতাধ্বীন মা ও শিশু প্রজনন স্বাস্থ্যসেবায় নিয়োজিত সেবিকাদের উদ্যোগে গত সোমবার (১৩ মে) ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন তারা। এত অংশগ্রহন করেন দেশের ২৮টি জেলার ১০০টি উপজেলা থেকে আগত প্রায় শতাধিক স্বাস্থ্য কর্মী।
জানা গেছে , সারাদেশে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন প্রোগ্রামে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধ্বীন মা ও শিশু প্রজনন স্বাস্থ্যসেবায় ২৮টি জেলার ১০০টি উপজেলা ৩৮৬৬ জন মাঠকর্মী বিভিন্ন মেয়াদে ৮ থেকে ১০ বছর যাবত নিয়োজিত রয়েছেন। যারা ‘কাজ নাই , ভাতা নাই ভিত্তিতে (পেইড পিয়ার ভলান্টিয়ার- পিপিভি) সেচ্ছাসেবক সহকারী হিসাবে নিয়োগপ্রাপ্ত। আগামী ৩০ জুন তারিখে তাদের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বাস্থ্যসেবিকারা তাদের চাওয়া তুলে ধরে জানান, যাতায়াত ও নাস্তা বাবদ দৈনিক ৪০০ টাকা সম্মানি নিয়ে দেশের কল্যাণে কাজ করছেন। বিভিন্ন দুর্যোগ ও করোনা মহামারীর মধ্যে বিনা পারিশ্রমিকে তারা সেবা দিয়েছেন। ফলে পাচ্ছেন না কোনো সরকারি ছুটি, উৎসব ভাতা, নির্দিষ্ট কোনো বেতন। তারা আরো বলেন চাকরির বয়স শেষ হওয়ার কারনে তারা চাইলেও তারা সরকারি কোনো প্রতিষ্ঠানে নতুন করে আবেদন করতে পারবেন না৷ তাহলে তাদের ভবিষ্যৎ কি এবং এই মুহূর্তে এতোগুলা অসহায় নারী কোথায় গিয়ে দাঁড়াবে।
পরে তারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেন। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি আকর্ষণ করেন
এসময় তারা দাবী করেন, ভিত্তিতে পেইড পিয়ার ভলান্টিয়ার-(পিপিভি) দের চাকুরী স্থায়ীকরণের ব্যবস্থা না থাকলে তাদেরকে জুনিয়র পরিবার কল্যান সহকারী (জেএফ ডব্লিওএ) হিসেবে পদায়ন করা হোক। তাদের দাবি মানা না হলে পরবর্তীতে আন্দোলনের কথা চিন্তা করবেন বলেও জানান তারা।