বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা

বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার সাথে সাথে দেশে ফিরে আসবেন। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এ তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেছিলেন, তার মা আর দেশে ফিরবেন না। 

জয় বাংলাদেশে চলমান অস্থিরতার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে দায়ী করেছেন।

পিটিআই-এর সাথে একান্ত সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন, তবে তিনি ‘অবসরপ্রাপ্ত বা সক্রিয়’ রাজনীতিবিদ হিসাবে ফিরে আসবেন কিনা তা এখনও নির্ধারণ করা হয়নি।

শেখ হাসিনার এই উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে আমি বলেছিলাম তিনি বাংলাদেশে ফিরবেন না। কিন্তু গত দুই দিনে সারাদেশে আমাদের নেতা-কর্মীদের ওপর লাগাতার হামলার কারণে অনেক কিছু বদলে গেছে। এখন আমরা আমাদের জনগণকে নিরাপদ রাখতে যা যা করা দরকার তা করতে যাচ্ছি; আমরা তাদের একা ছেড়ে যাব না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম এবং প্রাচীনতম রাজনৈতিক দল, তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না। গণতন্ত্র পুনরুদ্ধার হলে তিনি অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন।’

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর