বেরোবি প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টা বাজারের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বারহাট্টা উপজেলা এর সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকাল ১১ টায় বারহাট্টা কেন্দ্রীয় শহিদ মিনার পরিষ্কার করার মধ্যে দিয়ে কার্যক্রম শুরু হয়।এই কার্যক্রমে কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তারপর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বারহাট্টা শহরের প্রায় সকল স্থান পরিষ্কার এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়।
এ সময় শিক্ষার্থীরা জানান, আমরা দেশকে আবারও স্বাধীন করেছি। আজ আমরা স্বাধীন, তবে দেশে যে নৈরাজ্য ভাঙচুর লুটপাট হয়েছে, এটা আমাদের মোটেও কাম্য ছিলো না। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা স্বাধীন দেশে, ব্যক্তির স্বাধীনতা নিয়ে বসবাস করবো সবাই। তবে যদি আর কোথাও কোনো ভাঙচুর, লুটপাট,হামলা ও দুর্নীতি হয় তাহলে আমরা ছাত্র সমাজ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
শিক্ষার্থীরা আরও জানান, বারহাট্টা শহর শুধু একা আমাদের নই, এই শহর সবার। আসুন আমরা সবাই মিলে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করি।
মেহেদী হাসান রাকিব/এস আই আর