জুয়েল আজ্জম: বন্যার বিভীষিকা এবারের মতো এতো ভয়ংকরভাবে দেখেনি ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা জেলার মানুষ। এইবার বন্যায় প্লাবিত হয় দেশের প্রায় এগারো জেলার মতো। কোন কোন জেলার পানি কিছুটা কমেছে। আবার অনেক জেলার মানুষ এখনো পানিবন্দী। মানবেতর জীবনযাপন করছে বন্যা প্লাবিত অঞ্চলের মানুষেরা। খাদ্য সংকট কিংবা বাসস্থানের অনিশ্চয়তা। এমন সংকট মুহূর্তে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে সারাদেশের মানুষ। টিএসসির গণত্রাণ থেকে শুরু করে আস সুন্নাহ ফাউন্ডেশনের মতো সংগঠনগুলো কাজ করে যাচ্ছে বন্যার্ত মানুষের জন্য। যে যার জায়গা থেকে সামর্থ অনুযায়ী দাঁড়িয়েছে বন্যার্ত মানুষের পাশে।
তেমনি এইবার বন্যার্তদের পাশে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বন্যার্তদের সহায়তায় ১ দিনের বেতন দিলেন কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক এ.এম.এম
মেহেদী হাসান এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি গণমাধ্যমকে বলেন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের এক দিনের বেতনের টাকা প্রধান উপদেষ্টার ফান্ডে জমা দেন।
জানা গেছে, সব শিক্ষক কর্মচারীদের একদিনের বেতন মোট দুই লক্ষ নয় হাজার তিনশত টাকার অনুদানের চেক সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে ত্রাণ তহবিলে জমা দেয়া হয়।
উল্লেখ্য, দেশে চলমান বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত অর্ধকোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এখনো পর্যন্ত মারা গেছেন ৭১ জন।