বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img

ববির সাবেক শিক্ষার্থী সুপর্ণার আ’ত্ম’হ’ত্যা

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুপর্ণা দাশ আত্মহত্যা করেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৪টায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। আজ দুপুর একটায় হাসপাতাল কর্তৃপক্ষ সুপর্ণার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

জানা যায়, মেহেদীগঞ্জের পাতারহাট সোনাপুর গ্রামের বাসিন্দা তিনি। গতকাল সন্ধ্যা ৬ টার দিকে নিজ কক্ষে উড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ফাঁস দেওয়ার ১০ মিনিট পূর্বে পরিবারের সাথে স্বাভাবিক কথা বলছিলেন সুপর্ণা। গলায় ফাঁস দেওয়ার পরপরই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে আসা হয় তাকে। সেখানে তারা কিছু সময় চিকিৎসা দেওয়ার পরে ডাক্তার তাকে ঢাকায় নিতে বলেন। ঢাকা নেয়ার পথে তার অবস্থা বেশি খারাপ হলে আবার শেরে বাংলায় আনা হয়। তখন রাত ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে এর আগেই ঢাকা নেওয়ার পথে মারা যায় বলে জানান তার পরিবার।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মোঃ খোরশেদ আলম জানান,শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা শুনেই হাসপাতালে ছুটে যায়। সে আমার বিভাগের সাবেক শিক্ষার্থী। তার নিজ গ্রামে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। পরিবার এসে তার মৃতদেহ হাসপাতাল কর্তৃপক্ষের সকল প্রক্রিয়া সম্পন্ন করে নিয়ে যাবে।

সাইফুল/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর