শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

নওগাঁতে তীব্র শীতের দাপট, সারাদিন সূর্যের দেখা নেই

মো: এ কে নোমান, নওগাঁ: ঘন কুয়াশা, হিমেল বাতাস, আর তীব্র শীতের দাপটে নওগাঁর জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ (৯ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে এ অঞ্চলে তাপমাত্রার ওঠানামা এবং শীতের প্রভাব ক্রমশ তীব্র হচ্ছে।

সকালের পর থেকে সূর্যের কোনো দেখা মেলেনি। ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো অঞ্চল। সাথে বইছে কনকনে ঠান্ডা বাতাস, যা শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলেছে। এমন পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে পারছেন না সাধারণ মানুষ।

গত শনিবার (৭ ডিসেম্বর) চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যা এই অঞ্চলে চলতি বছরের শীতের প্রভাবের নজির। রবিবার (৮ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শীতের দাপটে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। কুয়াশা এবং শীতল বাতাসের কারণে অনেকেই কাজে যেতে পারছেন না। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম। রিকশা বা ভ্যান চালকদের জন্য যাত্রী মিলছে না, যা তাদের আয় রোজগারের ওপর প্রভাব ফেলছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নওগাঁ সহ উত্তরাঞ্চলের এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। শীত মোকাবিলায় গরম কাপড় ব্যবহার এবং স্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

শীতের তীব্রতায় এলাকার মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। স্থানীয়রা প্রত্যাশা করছেন, এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আরও উদ্যোগ নেবে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর