দেশের উপর দিয়ে চলমান কুয়াশা ও শৈত্য প্রবাহ কমপক্ষে আরও ৫ থেকে ৭ দিন স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
আজ শনিবার (৪ ডিসেম্বর) ফেসবুকে এক পোস্ট দিয়ে জানিয়েছেন, দুপুর ১২ টার সময়কার ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে শুরু করে ভারতের বিহার রাজ্য পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে হিমালয় পর্বতের পাদদেশের অবস্থিত উত্তর ভারতের সকল রাজ্য। এই কুয়াশা হিমালয় পর্বতের কোল ঘেঁষে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। বাম দিকে অবস্থিত লাল রং এর লাইনের মধ্যে অবস্থিত কুয়াশা আজ সন্ধ্যার পর থেকে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের উপর দিয়ে বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে প্রবেশ করা শুরু করবে।
তিনি আরো জানান, আজ সন্ধ্যার পর থেক দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা এবং রাজশাহী বিভাগের জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপর দিয়ে কুয়াশা প্রবেশ করে ময়মনিসংহ, ঢাকা ও সিলেট বিভাগের দিকে অগ্রসর হওয়া শুরু করবে।
মোস্তফা কামাল জানান, বাংলাদেশের উপরে অবস্থিত লাল রং এর লাইনের মধ্যে অবস্থিত কুয়াশার কারণে আজ দিনের অবস্থিত সময়ে খুলনা ও বরিশাল বিভাগের বেশিভাগ জেলার উপরে সূর্যের আলোর দেখা যাওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বাংলাদেশের উপরে অবস্থিত কুয়াশা খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনিসংহ ও সিলেট বিভাগের উপরে বিস্তার লাভ করবে আজ শনিবার সন্ধ্যার পর থেকে।
ফলে আশংকা করা যাচ্ছে উত্তর-পশ্চিম ভারতের দিক থেকে আগত কুয়াশা ও ইতিমধ্যেই বাংলাদেশের উপরে থাকা কুয়াশার সাথে যুক্ত হয়ে তা আগামী ৩ থেকে ৫ দিন স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে। তবে এই কুয়াশা ৭ থেকে ১০ দিন পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা নাকচ করে দেওয়া যাচ্ছে না।
মোস্তফা কামাল জানিয়েছেন, আগামীকাল রবিবার সকালে দেশের বিভিন্ন জেলার উপরে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে যাওয়ার আশংকা করা যাচ্ছে। এই সপ্তাহে দেশের পশ্চিম দিকের বিভাগগুলোর উপরে বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোর, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ও কুড়িগ্রাম জেলার উপরে সকাল বেলার তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশংকা করা যাচ্ছে।
/এমএ


