বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img

নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নতুন কমিটি ঘোষণা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের ৫ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ই মে) কমিটি সূত্রে এ তথ্য জানা যায়।

২০২৪-২৫ সালের জন্য ঘোষিত, ৯ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আবদুল আওয়াল এবং মানবসম্পদ ব্যাবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফুয়াদ মোস্তাকিম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে উৎস পাল ও সৈয়দ আল সামি, ট্রেজারার হিসেবে মামুনা মুবাশ্বিরা, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সামিরা সুলতানা ও জান্নাতি বেগম, সাংগঠনিক সম্পাদক হিসেবে ফয়জুল ইসলাম নাইম ও সামিউল ইসলামকে নিযুক্ত করা হয়।

উল্লেখ্য ২০১৮ সালে নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই একের পর এক শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে ক্লাবটি।

মো. সাইফুল ইসলাম/এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর