শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪
spot_img

নজরুল বিশ্ববিদ্যালয়ে শশী ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৫২ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৫২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। প্রতিজনকে ৪ হাজার ৬শ ১৫ টাকা করে মোট ২ লাখ ৩৯ হাজার ৯শ ৮০ টাকার বৃত্তি প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে রোববার (১২ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও শশী ফাউন্ডেশনের বাস্তবায়নে বিএনএফ শিক্ষাবৃত্তি অনুষ্ঠান আয়োজন করা হয়।

চেক বিতরণ করে ট্রেজারার ড. আতাউর রহমান বলেন, শশী ফাউন্ডেশন শিক্ষার মতো মহৎ কাজে নিজেদের সম্পৃক্ত করে নিরলস কাজ করে যাচ্ছে। তারা নিয়মিত শিক্ষার্থীদের বৃত্তিসহ শিক্ষা সহায়তা দান করছে। যা সত্যিই একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কাজে জন্য আমি শশী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আজকে যারা বৃত্তির জন্য টাকা দিলেন তারা অনেক মহৎ একটা কাজ করেছেন। এর পরিসর যেন ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হয় সেদিকটা আপনারা ভেবে দেখবেন। সেই সঙ্গে স্মার্ট বাংলাদেশ তৈরিতে, শিক্ষার উন্নয়নে সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারি সহায়তার হাত আরও বৃদ্ধি করা প্রয়োজন। তাই বেসরকারি উদ্যোক্তাদের আরও বেশি এগিয়ে আসা উচিত।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডীন প্রফেসর ড. মুশাররাত শবনম, ত্রিশাল উপজেলা দুর্নীতী প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম কিরণ, অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) এন্ড পিএস টু ভিসি এস.এম হাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা সিনিয়র সাংবাদিক ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব।

মো. সাইফুল ইসলাম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর