সোমবার, মার্চ ২৪, ২০২৫
spot_img

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে হাবিপ্রবি শিক্ষকদের ২ ঘণ্টা কর্মবিরতি

হাবিপ্রবি প্রতিনিধি: সর্বজনীন পেনশন স্কিমের পরিবর্তে আগের পেনশন সুবিধা পুনর্বহালের দাবিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ২ ঘন্টা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২৮ মে) সকাল ১০ টায়, শিক্ষক সমিতির আয়োজনে ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদা একাডেমিক ভবনের নিচে শুরু হয়ে বেলা ১২ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সাদেকুর রহমান, হাবিপ্রবি গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায়সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।উক্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড.সাদেকুর রহমান।

কর্মসূচিতে উপস্থিত হয়ে হাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজার রহমান বলেন, “এই বৈষম্যমূলক স্কিমের কারণে মেধাবীরা বিশ্ববিদ্যালয়ে যোগদান করবে না। যারা নতুন যোগদান করবে এবং আমরা যারা বর্তমানে রয়েছি তাদের মাঝে বৈষম্য সৃষ্টি হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যেন এই পেনশন স্কিম বাতিল করা হয় এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপার গ্রেড ও স্বতন্ত্র বেতন স্কেল ও চালু করা হয়।তিনি আরো বলেন,যতদিন আমাদের ন্যায্য দাবি আদায় হবেনা ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।আর এই আন্দোলন দিন দিন কঠোর হতে থাকবে”।

এছাড়াও বক্তব্য রাখেন হাবিপ্রবি গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায়,ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড.মোঃ সাজ্জাত হোসেন সরকার, প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড.এটিএম শফিকুল ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাঈনুদ্দিন আহম্মেদ,মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ মো: সহিদ উজ জামান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

মানবন্ধন শেষে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাদেকুর রহমান বলেন,বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে শুভঙ্করের ফাঁকি দেওয়ার অপচেষ্টা চলছে তা কখনোই হতে দেওয়া হবে না।আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই উনি বিচক্ষণতার সাথে আমাদের সমস্যার সমাধান করবেন।আমরা মনে করি একদল কুচক্রী মহল সরকারের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দূরত্ব সৃষ্টির জন্য এমন হঠকারী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।পরিশেষে বলতে চাই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি আদায় না হলে, আগামী ৪ জুন অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হবে।

সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে চারটি স্কিম দিয়ে সর্বজনীন পেনশন স্কিম যাত্রা শুরু করে।

পরবর্তীতে স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘প্রত্যয়’ স্কিম চালু করা হয়েছে, যা এ বছরের ১ জুলাই থেকে এসব প্রতিষ্ঠানে যোগ দেওয়া কর্মচারীদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে কার্যকর হবে।

কামরুল হাসান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর