বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
spot_img

কোটা পুণর্বহালের প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

জাবি প্রতিনিধি: সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহাল করায় হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (০৭ জুন) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ১৯৭১ সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল তার বৃহৎ লক্ষের মধ্যে একটি ছিল বৈষম্য দূর করা। কিন্তু বর্তমান সময়ে ৫৬% কোটা ব্যবস্থা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের সাথে সাংঘর্ষিক। আমরা এ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতেই এখানে সমবেত হয়েছি।

এসময় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহের আফরোজ শাওলী বলেন, ’৫৬ শতাংশ কোটা দিয়ে মেধার অবমূল্যায়ন করা হচ্ছে। কোটা সাধারণত দেওয়া হয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। কিন্তু আমাদের দেশে ৫৬ শতাংশ কোটা দেওয়া হয়েছে যা অযৌক্তিক। আমরা চাই কোটা প্রথা বিলুপ্তি করে যোগ্য ও মেধাবীদের দিয়ে দেশ পরিচালিত হোক।’

মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শেখ হাফিজুর রহমান বলেন, ’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবারও তার ব্যতিক্রম নয়। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন, এই কোটা ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট একটি গোষ্ঠী তাদের সুবিধা নিশ্চিতের পায়তারা করছে।যা বাস্তবায়িত হলে প্রকৃত মেধাবীরা সুবিধা বঞ্চিত হবেন। আমাদের মুক্তিযোদ্ধাদের কেউ কোন সুবিধা পাবার জন্য যুদ্ধ করেনি, তারা মুক্তির জন্য যুদ্ধ করেছে।মুক্তিযোদ্ধারা কখনো হারেনা আমরাও আমাদের যুদ্ধে বিজয় ছিনিয়ে আনবো। দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলতে থাকবে।

মোঃ মেহেদী হাসান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর