রবিবার, জুন ১৫, ২০২৫
spot_img

জাবির সাবেক উপাচার্য কাজী সালেহ আহমেদ আর নেই

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী সালেহ আহমেদ মারা গেছেন।

মঙ্গলবার (২৫ জুন) ভোর ৬টার দিকে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যাপক সালেহ আহমেদ ১৯৮৮ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার প্রথম জানাজা আজ বাদ যোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত ও দ্বিতীয় জানাজা বাদ আসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে সাবেক এই উপাচর্যের মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁর মৃত্যুতে মঙ্গলবার একদিনের শোক দিবস ঘোষণা করা হয়েছে। শোক দিবসে বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এ ছাড়াও আজ বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ (পরীক্ষা ব্যতীত) বন্ধ রাখা হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম এক শোক বার্তায় বলেন, অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞানে তাঁর অভাব সব সময় অনুভূত হবে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

উপাচার্য তাঁর শোক বার্তায় অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মোঃ মেহেদী হাসান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর