বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
spot_img

বেরোবি শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি, স্থবির ঢাকা-রংপুর মহাসড়ক

বেরোবি প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিল করে জারি করা ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে আজ সোমাবার (৮ জুলাই) ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি),রংপুর এর সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের বর্তমান এক দফা দাবি হলো- সব গ্রেডে, সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংসদে আইন পাস করতে হবে।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বঙ্গবন্ধু ম্যুরাল থেকে দুপুর ১২ টায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর এর প্রবেশদ্বার মডার্ন মোড়ে l ঢাকা-রংপুর মহাসড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে।
যার ফলে মহাসড়‌কের কয়েক‌ কি‌লোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলন এ অংশ নেওয়া ইংরেজি ১১ তম ব্যাচের শিক্ষর্থী সাবিলা ইয়াসমিন বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিলো বৈষম্য দূর করার জন্য, তখন পূর্ব পাকিস্তানিরা বৈষম্যের শিকার হয়েছিল বলেই মুক্তিযুদ্ধ হয়েছিলো।বর্তমানে একুশ শতকে এসে এই বৈষম্য দেখতে পাচ্ছি,তাও আবার আমাদের স্বজাতির মধ্যে। এটা কি মনে নেওয়া যায়?
আমরা বেরোবি ছাত্রসমাজ, তরুণ সমাজ যতদিন এই বৈষম্য বাতিল করা না হবে আমাদের এই কর্মসূচি পালন করে যাবো।

আন্দোলন এ অংশ নেওয়া একজন মুক্তিযোদ্ধার নাতি বলেন, এই কোটা প্রথার মাধ্যমে আমাদের মেধাবীদের একটা বৈষম্যের মধ্যে ফেলে দেওয়া হয়েছে।আমি দেশপ্রেমিক নাগরিক হিসেবে এই কোটা প্রথার বাতিল চাই।

শিক্ষার্থীরা আরো বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও আমরা এখনো বৈষম্যের শিকার হচ্ছি। আমরা চাই না কোটা সম্পূর্ণ বাতিল হোক। কোটা থাকুক, তবে সেটা সামান্য। এই আইন করেই পরিপত্রটি পাস হোক।

মাহমুদুল হাসান আবির নামে এক শিক্ষার্থী আজকে কোটা আন্দোলনকে সমর্থন দিয়ে প্রতিবাদী গান “তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবো রে” গানটি গেয়েছেন।

এ সময় শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। আমার দেশ আমার মা, কোটা বৈষম্য মানবো না।আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই।বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার, কোটা না মেধা! মেধা মেধা স্লোগানে উত্তেজিত হয়ে উঠে ক্যাম্পাস।

বেরোবি কোটা আন্দোলনের সংগঠক বলেন পরবর্তী তাদের আন্দোলনের কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। কোটা বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

মেহেদী হাসান রাকিব/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর