হাবিপ্রবি প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা বাতিলসহ ৪ দফা দাবিতে প্রায় আধা ঘন্টা ঢাকা – দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুলাই) বেলা ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ‘কোটা প্রথা কোটা প্রথা-মানি না মানব না’, ‘কোটা প্রথা বাতিল কর-করতে হবে’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’, বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ , ‘সারা বাংলায় খবর দে কোটা প্রথা কবর দে,’ সহ কোটা পুনর্বহালের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
আন্দোলনে অংশ নেওয়া মাহবুব আলম নামে এক শিক্ষার্থী বলেন, আমার সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার চাই। কোটার ফলে মেধাবী শিক্ষার্থীরা চাকরিতে বৈষম্যের শিকার হচ্ছে। স্বাধীন দেশে আমরা বৈষম্য মেনে নিতে পারিনা।আমরা দ্রুত এর সমাধান চাই।
কামরুল হাসান/এস আই আর