বৃহস্পতিবার, মে ১, ২০২৫
spot_img

বাম সংগঠনের চার নেতাকর্মীকে মার’ধরের অভিযোগ রাবি ছাত্রলীগের বিরুদ্ধে

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাম সংগঠনের চার নেতাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সামনের আমবাগানে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রষ্টর অধ্যাপক আসাবুল হক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

আহতরা হলেন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন আহ্বায়ক তারেক আসরাফ, ছাত্র ইউনিয়নের যুগ্ম আহব্বায়ক রাকিব হোসেন এবং ছাত্র ফ্রন্ডের আহ্বায়ক ফুয়াদুল ইসলাম ভূইয়া ও কর্মী আল – আশরাফ রাফি অন্যদিকে অভিযুক্তরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মনু মোহন বাপ্পা এবং হোসেন শহীন সোহরাওয়ার্দী হল শাখার যুগ্ম সাধারন সম্পাদক প্রিন্স হোসেন রাঈল।

অভিযোগে উল্লেখ করা হয়, আমরা কয়েকজন সংগঠনের নেতৃবৃন্দ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হাঁটতে হাঁটতে মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে আমবাগানে যাচ্ছিলাম৷ এ সময় ছাত্রলীগের কয়েকজন বাইকসহ এসে অতর্কিত হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। হামলায় আমাদের কয়েকজন গুরুতর আহত হয়।

এদিকে হামলার বিষয়টি অস্বীকার করে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মনু মোহন বাপ্পা বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। আমি এ ব্যাপারে কিছু জানিনা।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, হামলা কারা করছে এ বিষয়ে আমি এখনো জানি না। আমি অনুসন্ধান করছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো৷ আর অন্যান্য ক্যাম্পাসের সার্বিক বিষয় চিন্তা করে আমাদের ক্যাম্পাসেও প্রক্টোরিয়াল টিম এবং পুলিশ প্রশাসন সার্বিকভাবে তৎপর রয়েছে।

মাফুজুর রহমান ইমন/এস আই আই

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর