নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বৈষম্যবিরোধী কোটা আন্দোলন ও আন্দোলনকারীদের উপর সহিংসতার প্রতিবাদে ক্লাস, পরীক্ষা বর্জনের ডাক তুলেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের টাইমলাইন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই দাবিতে অংশ নেয়।
১৬ জুলাই (মঙ্গলবার) সকাল থেকে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পোস্টে ভরে ওঠে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো। পোস্টে তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যাদের কারণে আমার ভাই-বোন, বন্ধুরা একটা ন্যায়সঙ্গত আন্দোলনে নামতে বাঁধাপ্রাপ্ত হচ্ছে, যারা সহিংতা বেছে নিচ্ছে, যারা শোষণের পক্ষে, যারা সাম্যের বিরুদ্ধে, সে আমার বন্ধু, ব্যাচমেট, সিনিয়র যে ই হোক না কেন, তাকে সর্বপ্রকারে বয়কট ও অবাঞ্চিত ঘোষণা করা হলো।
এছাড়া “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন” এর সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন বিভাগের ১৬,১৭ ও ১৮ তম আবর্তনের শিক্ষার্থীরা বলেন, যতদিন না চলমান সমস্যার যৌক্তিক সমাধান হবে ততদিন পর্যন্ত সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জন করছি। বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের ব্যাচমেট, বন্ধুবান্ধব কিংবা সিনিয়র যদি আজকে বা আগামীতে সাধারণ ছাত্রছাত্রী তথা আমাদের ভাই বোনদের উপর আক্রমণের সাথে সম্পৃক্ত থাকার কোনো প্রমান পাওয়া যায়, তাহলে তাকে আমরা বর্জন করব এবং আমাদের সাথে কোন ক্লাস, পরীক্ষা, ক্লাব, প্রতিযোগীতায় সে অংশগ্রহণ করতে পারবেনা। তাকে পুরো বিশ্ববিদ্যালয় থেকে সামগ্রিক ভাবে বয়কট ও অবাঞ্চিত করা হবে।
এদিন বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবি ও সারাদেশে আন্দোলনলারীদের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহ শহরের অন্যান্য প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের সাথে অংশ নেয় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মোঃ সাইফুল ইসলাম/এস আই আর