জাবি প্রতিনিধি: বহিরাগত কর্তৃক হামলার আশঙ্কায় লাঠিসোটা নিয়ে ঢাকা আরিচা মহাসড়কে টহলে নেমেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুন) বেলা বারোটায় বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের ফটকে অবস্থান নিয়েছে এমন খবর শুনে সাধারণ শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে শহীদ মিনারে জমায়েত হতে থাকে। এরপর তারা ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন প্রধান ফটক হয়ে হয়ে বিশমাইল গেট পর্যন্ত টহল দিতে থাকে।
জানা যায়, সকাল এগারোটার দিকে বেশ কয়েকটি বাস, লেগুনা এবং মোটর সাইকেল যোগে ক্যাম্পাসের বিশমাইল গেটের দিকে অবস্থান নেয়। এ ছবি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শহীদ মিনারে একত্রিত হতে থাকে। এরপর তারা লাঠিসোটা নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন প্রধান ফটক হতে বিশমাইল গেট পর্যন্ত টহল দিতে থাকে। এসময় পুলিশকে উপাচার্যের বাসভবনের সামনে সতর্ক অবস্থানে দেখা যায়।
এদিকে দুপুর আড়াইটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সমর্থন দিতে গণ বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের কলেজ থেকে প্রায় তিন হাজার শিক্ষার্থী জাবি ক্যাম্পাসে এসে উপস্থিত হয়েছে।
শিক্ষার্থীরা জানান, গতকাল রাতে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতেই উওয়াচার্যের বাসভবনের ভিতরে ঢুকে ছাত্রলীগ আমাদের উপর হামলা করেছে। তাই আমরা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আস্থা রাখতে পারছি না। তাই আমরা নিজেরাই নিজেদের সুরক্ষার দায়িত্ব নিয়েছি। যেকোনো মূল্যে সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলমগীর কবির বলেন, আমাদের নিরাপত্তা শাখা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।
মেহেদী হাসান/এমএ