সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

রাবিপ্রবি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ১৩ আগস্ট (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার অনিল জীবন চাকমা স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

দলীয় রাজনীতি বন্ধের এই বিজ্ঞপ্তিতে আনন্দের বন্যা বয়ে গেছে শিক্ষার্থীদের মাঝে।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর কোনো লেজুড়বৃত্তিক দলীয় রাজনীতি চান না শিক্ষার্থীরা। বরং দলীয় রাজনীতির বিপরীতে গণতন্ত্র চর্চা ও ক্যাম্পাসের প্রয়োজনে কাজ করার জন্য দ্রুততম সময়ে ছাত্র সংসদের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “রাজনৈতিকভাবে অর্থনৈতিক ও অনৈতিক সুবিধা দেয়া বন্ধ করে দিলে সুবিধাবাদীরা নিজ থেকেই হারিয়ে যাবে লেজুড়ভিত্তিক রাজনীতি থেকে। তবে, লেজুরভিত্তিক রাজনীতি বন্ধ না হলে শিক্ষার্থীদের দমন পীড়ন বারবার ফিরে আসবে নতুন কোন মোড়কে। তাই দলীয় রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ চালু করা হোক।”

অনুসন্ধান করে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রয়াত অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা পূর্বেও একবার রাজনীতি নিষিদ্ধ করেছিলেন।

মোঃ আইনুল ইসলাম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর