মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img

রাবিপ্রবির প্রক্টরিয়াল বডির পদত্যাগ

রাবিপ্রবি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেছে।

আজ ১৭ আগস্ট (শনিবার) বিষয়টি নিশ্চিত করেছেন রাবিপ্রবির প্রক্টর ড. নিখিল চাকমা।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ড. নিখিল চাকমা আমাদের জানান,” বিশ্ববিদ্যালয় নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিতর্কিত পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে আমার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব না,তাই দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জি এম সাখাওয়াত হোসেন পদত্যাগ পত্রে জানান,”বর্তমানে অত্র বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে আমার পক্ষে সহকারী প্রক্টর পদে দায়িত্ব পালন করা সম্ভবপর হচ্ছে না। এমতাবস্থায়, আমি অত্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করছি।”

এর আগে রাবিপ্রবির ছাত্রী হলের সহকারী প্রভোস্ট গৌরব চাকমাও পদত্যাগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন,”দেশে চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি এভাবে শূন্য হয়ে যায়। তাহলে রাবিপ্রবির অবস্থা আরো খারাপের দিকে যাবে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা, একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে সবকিছুতে অচলাবস্থা তৈরি হবে। সেশনজটের মতো গ্যাড়াকলে পড়ে একাডেমিক বর্ষের যে ভঙ্গুর ধারাবাহিকতা ছিল, সেটি আরো বেশি তীব্র হওয়ার সম্ভাবনা দেখছি। এমতাবস্থায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে উদ্ভূত পরিস্থিতি দ্রুত সমাধানের অনুরোধ জানাচ্ছি।”

মোঃ আইনুল ইসলাম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর