সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

ভারতের মৌমিতার জন্য নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিবাদ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল কর্মসূচি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের ডা. মৌমিতাকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে প্রতিবাদ জানায় তারা।  

শনিবার (১৭ই আগস্ট) সন্ধ্যা ৭.০০ টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করে।
এর আগে থেকে নজরুল ভাস্কর্য প্রাঙ্গণে নিজ নিজ মোমবাতি নিয়ে জড়ো হয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই আয়োজনে অংশ নেয় শিক্ষক, কর্মকর্তারাও।

সন্ধ্যায় শিক্ষার্থীরা মৌন মিছিল বের করে, মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট প্রদক্ষিণ করে পুনরায় নজরুল ভাস্কর্যে উপস্থিত হয়। এসময় মোমবাতি হাতে নিয়ে এক মিনিটের নিরবতা পালন করে তারা। শহিদের স্মরণে আয়োজিত কর্মসূচীতে অংশগ্রহনকারী শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন সঙ্গীত পরিবেশন করে।

শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাঁই নেই। এই স্বাধীনতা বহু শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। রাষ্ট্রের প্রতি সকলের দায়িত্ব স্বরূপ সকলকে রাষ্ট্র সংস্কারে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সকল প্রকার ছাত্র রাজনীতি থেকে মুক্ত থাকবে। কোনো উস্কানিদাতা ও লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি অপসারণে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর একতাবদ্ধ।

এদিন ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ এর ইন্টার্ন মৌমিতা ধর্ষণ ও হত্যার তীব্র নিন্দা জানান উপস্থিত তারা। এসময় শিক্ষার্থীরা তীব্র ঘৃণা পোষণ করেন এবং জড়িত সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান।

মো. সাইফুল ইসলাম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর