ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. বদরুজ্জামান ভূঁইয়া এবং প্রক্টর ড. মো. আব্দুল কাইয়ুম সহ মোট ১৯ পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে আজ ২০ আগষ্ট (মঙ্গলবার) তারা নিজ নিজ পদত্যাগ পত্র জমা দেন।
গতকাল ১৯ আগষ্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীদের। এসময় তারা ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে পদত্যাগ করার আল্টিমেটাম দেয়। এই আন্দোলনের মুখে পদত্যাগ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আজ দুপুর সাড়ে ১২টায় তিনি এই পদত্যাগপত্র পাঠান। ববি রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো পদত্যাগপত্রে বদরুজ্জামান ভুঁইয়া ব্যক্তিগত ও পারিবারিক কারণে স্বেচ্ছায় পদত্যাগের কথা উল্লেখ করেছেন।
এদিকে উপাচার্যের পদত্যাগে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁরা সকাল থেকে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছিলেন। শিক্ষার্থী বলেন, অবশেষে স্বৈরাচারের দোসর ভিসি পদত্যাগ করায় ববি স্বাধীন হলো। বিশ্ববিদ্যালয়ে কোনো স্বৈরাচারের সাহায্যকরী থাকতে পারবে না। এরপরে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের ক্যাম্পাসে মিষ্টি বিতরন করেন।
উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের পরপরই একে একে মোট আরো ১৭জন পদত্যাগ করেন। তারা হলেন সহকারী প্রক্টর – ড. মোহাম্মদ মাহফুজ আলম, মো.গাজীউর রহমান, মো. ফরহাদ উদ্দীন, শাওন মিত্র, মো. সাইফুল ইসলাম, শম্পা রানী মজুমদার, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. হেনা রানী বিশ্বাস, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. ইসরাত জাহান, শেরে বাংলা হলের প্রভোস্ট ড. মো. আব্দুল বাতেন চৌধুরী,বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. তারেক মাহমুদ আবীর, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও লাইব্রেরিয়ান ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন, টিএসসি পরিচালক ড. রহিমা নাসরিন, পরিবহন পুল ম্যানেজার মো. মিজানুর রহমান, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আশিক-ই-এলাহী, শেরে বাংলা হলের সহকারী আবাসিক শিক্ষক আব্দুল্লাহ আহমেদ ফয়সাল ও মো. সাকিবুল হাসান এবং বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষক কবির হাসান।
সাইফুল/এস আই আর