মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদীতে আজ মঙ্গলবার সকালে পাগলা কুকুরের কামড়ে ১৫ নারী শিশু আহত হয়েছে।আহত ১০ জনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
মনোহরদীর ৪ গ্রামে আজ পাগলা কুকুর উপর্যুপরি ১৫ নারী-শিশুকে কামড়ে আহত করেছে। উপজলার পঞ্চাশকুড়, কালিয়াকুড়ি, রুদ্রদী ও মনোহরদী পৌর এলাকার চরপাড়ায় কুকুরের কামড়ে আহতদের দু’/ চারজন বাদে সবাই শিশু।
ভোর থেকে সকাল সাড়ে ৭ টা পর্যন্ত এ কুকুরে আক্রান্তের ঘটনাগুলো ঘটে বলে ভুক্তভোগীদের সূত্রে জানা যায়। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্র জানায়, কুকুরের কামড়ে আহত ১০ নারী-শিশু তাদের এখানে চিকিৎসা গ্রহন করেছে।এদিকে ঘটনার পর থেকেই উপজেলার কালিয়াকুড়ি,
রুদ্রদী ও পঞ্চাশকুড় গ্রামবাসী দলবদ্ধভাবে পাগলা কুকুরটিকে চিন্হিত করে লাঠিসোটা নিয়ে সেটিকে নিধনের চেষ্টায়রত বলে জানা গেছে।
সাইফুর রহমান আকন্দ নিশাদ/এস আই আর