বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

বন্যার্তদের জন্য নজরুল বিশ্ববিদ্যালয়ে চলছে গণত্রাণ সংগ্রহ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের বন্যাকবলিত জেলাগুলোর মানুষের জন্য ফান্ড ও গণত্রাণ সংগ্রহ করছে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ও শুক্রবার ক্যাম্পাসের বিভিন্ন ক্রিয়াশীল সংগঠনের সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাস সহ ময়মনসিংহ জেলা শহরের বিভিন্ন পয়েন্ট থেকে বন্যার্তদের সাহায্যের জন্য ফান্ড সংগ্রহ করে। বিভিন্ন মাধ্যমে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার লক্ষ টাকার অধিক সংগ্রহ করে শিক্ষার্থীরা।

ফান্ড সংগ্রহের ক্যাম্পাস সংস্কার আন্দোলনের সদস্যদের থেকে জানা যায়, এখন পর্যন্ত সর্বমোট ১ লক্ষ ২৫ হাজার ২৫০ টাকা সংগ্রহ করেছে। বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীদের অনুদানের পরিমাণ এটি। বিভিন্ন ক্রিয়াশীল সংগঠনের সদস্যরা ৬১ হাজার ২০০ টাকার ফান্ড সংগ্রহ করে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব থেকে সংগ্রহ করা হয় প্রায় ২ লক্ষ টাকার অধিক। স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা বন্যার্তদের সহায়তার জন্য প্রথম দিনেই ৫০,৪৯১ টাকা উত্তোলন করতে সক্ষম হয়।

লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগসহ অন্যান্য সকল বিভাগের শিক্ষার্থীরা উত্তোলিত অর্থ জমা দেয় ক্যাম্পাস সংস্কার আন্দোলন, নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে।

এছাড়া শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ থেকে বন্যার্তদের জন্য ১০ হাজার ৭৫০ টাকা উত্তোলন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত অনুদানের পরিমাণ আরও বাড়বে বলে জানান তারা।

ফান্ড সংগ্রহ ছাড়াও শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে বন্যার্তদের জন্য পুরোনো শুকনো পোশাক সংগ্রহ করেন। যা বন্যার্তদের মাঝে বিতরণ হবে বলে জানানো হয়।

গত বৃহস্পতিবার একটি স্পিডবোট নিয়ে রেস্কিউ এর কাজে চট্টগ্রাম থেকে কুমিল্লার পথে রওনা দেয় নজরুল বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা এসোসিয়েশনের শিক্ষার্থীরা।

এর আগে শিক্ষকদের মূল বেতনের এক দিনের সমপরিমাণ টাকা বন্যার্তদের সহায়তায় দেয়ার জন্য অনুরোধ জানায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সেদিন সন্ধ্যায় ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন নদীর বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

মো. সাইফুল ইসলাম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর