সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

কোটা আন্দোলনে হা’মলাকারীকে জুতার মালা পড়িয়ে সেনাবাহিনীর কাছে সোপর্দ

হাবিপ্রবি প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের (১৬ জুলাই) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে সাকিব আহমেদ নামে এক শিক্ষার্থীকে জুতার মালা পরিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

জানা যায়, আজ রবিবার (২৫ আগস্ট) এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী সাকিব পরীক্ষায় অংশগ্রহণ করতে আসলে ডিপার্টমেন্টের সাধারণ শিক্ষার্থীরা সেনাবাহিনীকে ফোন করে। হামলাকারী সাকিবের ক্যাম্পাসে আসার খবর ছড়িয়ে পড়লে আশেপাশে থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে জড়ো হতে থাকে।

একপর্যায়ে তাকে জুলার মালা পরিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের দিকে আনা হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা আসলে তাদের উপস্থিতিতে সাকিব সাধারণ শিক্ষার্থীদের কাছে হামলার বিষয়ে ক্ষমা চায়। এবং সে ভবিষ্যতে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেনা বলে ঘোষণা দেয়।

সেনাবাহিনীর দিনাজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন শামিম, দিনাজপুর সদরের এসিল্যান্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিয়ে ক্যাম্পাস ত্যাগ করে।

কামরুল হাসান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর