মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img

নীলফামারীতে জেলা কেমিস্টের সম্মেলন

নীলফামারীর প্রতিনিধি: নীলফামারীতে কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির কেমিস্ট সম্মেলন শনিবার দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী সফিকুল আলম ডাবলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান মন্টু।
বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান, সাজ্জাদুর রহমান রোমান, শফিউল আলম সফি, সুমন আহম্মেদ, মামুন হাছান, রেজাউল করিম স্বপন, নুরুজ্জামান সিদ্দিক, রেজাউল করিম প্রামানিক প্রমুখ।

নীলফামারীতে বিসিডিএস পরিচালনায় নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ তুলে ব্যবসায়ীরা বলেন, জিম্মি করে সংগঠনটি পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার চেয়ে ব্যক্তি স্বার্থ রক্ষা করা হয়েছে এখানে। কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয় সম্মেলনে।

নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী সফিকুল আলম ডাবলু বলেন, সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার কেমিস্টবৃন্দ অংশগ্রহণ করেন।

সংগঠনের সংশ্লিষ্ঠদের সাথে আলাপ আলোচনা করে দ্রুত একটি কমিটি গঠন করা হবে।

সেলিম রেজা/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর