মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img

ঢাবি সাংবাদিক আসিফের ওপর হা’মলায় নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের প্রতিবাদ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক প্রথম আলো পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ হাওলাদারের (আসিফ হিমাদ্রি) পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর সচিবালয় এলাকায় চাকরি জাতীয়করণের দাবি আদায়ে আন্দোলনরত আনসার বাহিনীর সদস্যদের নারকীয় হামলা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম।

বুধবার (২৮ আগস্ট) নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু ও সাধারণ সম্পাদক রোকন বাপ্পী এক যৌথ বিবৃতিতে বলেন, গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি, চাকরি জাতীয়করণের দাবি আদায়ে গত ২১ আগস্ট (বুধবার) থেকে আন্দোলনরত আনসার সদস্যরা গত ২৫ আগস্ট সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কসহ অনেককে আটক করে রাখে। এরই প্রেক্ষিতে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় গেলে আনসার সদস্যরা তাদের ওপর চড়াও হয় এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায় আনসার সদস্যরা। তারা আসিফের মাথা, পিঠ, ঘাড়, হাত ও পা সহ পুরো শরীরে লাঠিসোঁটা, লাথি ও কিলঘুষির মাধ্যমে নির্মমভাবে আঘাত করে। সাথে প্রেসকার্ড থাকা এবং বারবার সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও তারা হিংস্রতা থামায়নি। এমনকি মারধর করার পর তার ব্যক্তিগত মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয়। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ফোরামের নেতৃবৃন্দ আরও বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা সবসময় সত্য প্রকাশে বদ্ধপরিকর, এছাড়াও তারা পেশাগত দায়িত্ব হিসেবে খবর সংগ্রহ করে। আসিফ হাওলাদারের ওপর এ হামলার ঘটনার মাধ্যমে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ ও এর স্বাধীনতা খর্ব করার অপচেষ্টা করা হয়েছে। যার কারণে, হামলার মতো ঘৃণ্য কাজটি দেশে একটি নিয়মিত সংস্কৃতি হিসেবে রূপ নিয়েছে। যা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক এবং উদ্বেগের। আসিফ হাওলাদারসহ সকল সাংবাদিকদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে, ঘটনার সাথে সংশ্লিষ্ট সকল দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার তীব্র দাবি জানায় নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম।

মো. সাইফুল ইসলাম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর