সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

ববির আহত শিক্ষার্থীদের ভাড়া ফ্রী করলো বাস মালিকেরা

ববি প্রতিনিধি: স্বৈরাচার হাসিনার পতন আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আহত শিক্ষার্থীদের বাস ভাড়া ফ্রী করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতি। এছাড়া সকল শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে তারা৷

রোববার (১লা সেপ্টেম্বর) বেলা ১২ টায় রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন শিকদার। এসময় তিনি বাস টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত এলাকা ঘোষণা করেন৷

এর আগে সকাল সাড়ে ১১ টায় টার্মিনাল এলাকায় যেকোনো নাশকতা রোধে মিছিল করে বাস মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা। এসময় তাদের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের দেখা যায়।

মিছিল শেষে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন শিকদার বলেন, গত ১৫ টি বছর যারা বাস টার্মিনালগুলো নিয়ন্ত্রণ করেছে তারা একচেটিয়া চাঁদাবাজি করে এই খাতের সুনাম নষ্ট করেছে। আজ থেকে আমি এই টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করলাম।

তিনি আরো বলেন, আগে আমরা যে টাকা আওয়ামীলীগের সন্ত্রাসীদের চাঁদা দিতাম সেই অর্থ এখন থেকে আমরা দেশ বিনির্মানে ব্যয় করবো। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যেসকল ছাত্র ভাইয়েরা আহত হয়েছে তাদেরকে আজীবন আমাদের বাসগুলোতে ফ্রী সার্ভিস দিতে চাই। আশাকরি ছাত্র ভাইয়েরা আমাদেরকে সেই সুযোগটি করে দেবে।

আহত শিক্ষার্থীদের তালিকা চেয়ে তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করবো। তারা আমাদেরকে তালিকা দিলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে আমাদের রুটগুলোতে সকল শিক্ষার্থীদের জন্য পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফ করা হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণাঞ্চলের মোট ২২ টি রুটে যাত্রী সেবা দিয়ে থাকে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতির সদস্যরা। এসব রুটে প্রায় ৩ শতাধিক বাস চলাচল করে থাকে।

সাইফুল/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর