ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ রোববার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় ঈশ্বরদী উপজেলা বিএনপির রেলগেটস্থ দলীয় কার্যালয়ে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজনের শুরু করেন উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকমীরা।
ঈশ্বরদী উপজেলা, পৌর ও বিএনপির অঙ্গ সংগঠনের আয়েজনে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক এসএম ফজলুর রহমান, সদস্য সচিব বিষ্টু সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আক্কাস আলী মেম্বার, হাজী কিরন সরদার, ওয়াহেদুজ্জামান মুরাদ, রবিউল ইসলাম রবি, মাহমুদুর রহমান জুয়েল, আলমগীর হোসেন, মাসুম পারভেজ, আবু সাঈদ লিটন, আক্তার হোসেন নিপা, এ কে এম সাজেদুজ্জামান বিটু প্রমুখ।
সিয়াম রহমান/এস আই আর