নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ শূন্য থাকায় এই দায়িত্ব দেওয়া হয় এবং উপাচার্য নিয়োগপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
রবিবার (১লা সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টাব্যাপী এক বৈঠকে বিভাগীয় প্রধানরা ড. ইমদাদুল হুদাকে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নেন। বৈঠকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম চালানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী একজন জ্যেষ্ঠ অধ্যাপককে দায়িত্ব প্রদানের পরামর্শ দেওয়া হয়েছিল।
দায়িত্ব গ্রহণের পর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা জানান, তিনি এই দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা চান। তিনি আরও বলেন যে, অল্প সময়ে সব কাজ করা সম্ভব হবে না; তাই তিনি অগ্রাধিকারভিত্তিতে জরুরি কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবেন।
এর আগে, ২৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ শূন্য থাকায় বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা করে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে অস্থায়ীভাবে প্রশাসনিক এবং আর্থিক দায়িত্ব পরিচালনার জন্য মনোনীত করতে হবে। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের সুপারিশও করা হয়।
মো. সাইফুল ইসলাম/এস আই আর