বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img

সাংবাদিকদের তথ্য দিতে অনীহা হাবিপ্রবির তত্ত্বাবধায়ক প্রকৌশলীর

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম সাংবাদিকদের তথ্য দিতে অনীহা প্রকাশ করছেন।

২০২৩ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট এর নির্মাণ কাজ শুরু হয়। শুরু থেকেই নকশার সাথে নির্মানের অসামঞ্জস্যতা পরিলক্ষিত হতে দেখা যায়। মূল নকশার সাথে তৈরি হওয়া গেটের মিল পাওয়া যায় না। শিক্ষার্থীদের পক্ষ থেকে সেসময় অভিযোগ উঠলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পর পুনরায় বিষয়টি সামনে চলে আসে।

রবিবার ( ৮ সেপ্টেম্বর) বেলা ১২ টা থেকে ২ টার মধ্যে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক মোঃ রাফিউল হুদা এবং কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান তাঁর অফিসে ৫ বার গিয়েও কোন তথ্য পাওয়া যায়নি। এরপর অফিসের নির্দিষ্ট সময় বিকাল ৫ টার আগেই তিনি অফিস ত্যাগ করেন।

এরই পরিপ্রেক্ষিতে প্রকৌশলী মোঃ তরিকুল ইসলামের অফিসে গেট সংক্রান্ত তথ্য চাইতে গেলে তিনি জানান, আমি তথ্য প্রদান করতে বাধ্য না। বিগত ১৭ বছরে কেউ কোন তথ্য নথিসহ চায়নি। আপনারা কেন চাচ্ছেন। তিনি রেজিস্ট্রারের অনুমতি সাপেক্ষে তিনি তথ্য প্রদান করতে পারবেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির মুঠোফোনে তাঁকে তথ্য প্রদান করতে বললে তিন রেজিস্ট্রারকে জানান, স্যার আমাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে। আমরা চাইলেই সব তথ্য প্রদান করতে পারি না।

কামরুল হাসান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর