মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পুকুর থেকে মোঃ জাহাঙ্গীর আলম(৩৭) নামের একজনের মৃতদেহ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। পিতা মোঃ সোনাম উল্লা, মাতা মোছাঃ জহুর বেগম। থানা নালডাঙ্গা জেলা নাটোর।
রবিবার দুপুর ১টার দিকে উপজেলার সুটকিগাঁছা-বান্ধাইখাড়া সড়কের পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে আত্রাই থানা পুলিশ।
গোলাম রাব্বানী/এস আই আর