বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪
spot_img

নবীনদের বরণ করতে রঙিন সাজে ববি

ববি প্রতিনিধি: নবীনের আনাগোনায় মুখরিত বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নতুন সাজেঁ সেজেঁ ববি ক্যাম্পাস প্রস্তুত নবীনদের বরণ করতে। নতুন শিক্ষাবর্ষের শুরুতে নবীনদের স্বাগত জানাতে ক্যাম্পাসকে সাজানো হয়েছে রং-বেরঙের ফুল, বেলুন এবং পোস্টার দিয়ে। প্রতিটি বিভাগই তাদের নিজস্ব সৃজনশীলতায় ক্যাম্পাসকে সাজিয়েছে। আজ ২১ অক্টোবর (সোমবার) শুরু হচ্ছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অরিয়েন্টেশন ক্লাস।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে সাংবাদিকতা বিষয়ক কিছু পোস্টার প্রতীকী চিহ্ন আঁকা হয়েছে। আইন বিভাগের সামনে আইনি বিষয়ক কিছু উক্তি লেখা পোস্টার লাগানো হয়েছে। ইতিহাস বিভাগের সামনে বিভিন্ন সময়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা চিত্রিত করা হয়েছে। আর গণিত বিভাগের সামনে জটিল গাণিতিক সমীকরণকেই সুন্দর করে তুলে ধরা হয়েছে।

নবীনরাও এই আয়োজনে খুশি। তারা বলছে, “এই আয়োজন দেখে মনে হচ্ছে আমরা একটা বড় পরিবারের সদস্য হয়ে গেছি।” সিনিয়ররাও নবীনদের স্বাগত জানাতে ব্যস্ত। তারা নবীনদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছে এবং তাদের সাথে আলাপ করছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই আয়োজনের মাধ্যমে নবীনরা বিশ্ববিদ্যালয় জীবনের প্রতি আরো আগ্রহী হবে। তারা আশা করছে, নবীনরা এই বিশ্ববিদ্যালয়ে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে।

নবীনদের সম্পর্কে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অন্তর কুমার বিশ্বাস বলেন, নতুন যাত্রায় স্বাগত জানাই নবীনদের। আশা করি, তারা এই বিশ্ববিদ্যালয়ে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে।

সাইফুল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর