বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
spot_img

জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে ছাত্রদলের নবীনদের কাছে নতুন বার্তা

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের আগত নবীনদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ববি শাখা ছাত্রদল। তারা নবীনদেরকে দেশপ্রেমিক, জ্ঞানী ও দক্ষ নাগরিক হয়ে গড়ে তুলতে উৎসাহিত করেছে। আজ ২১ অক্টোবর (সোমবার) ববির মেইনগেটে (৩নং গেট) ছাত্রদলের কর্মীরা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেত্রী জান্নাতুল নওরিন উর্মি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ ছাত্র সমাজের প্রাণের সংগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠনটি বর্তামানে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এদেশের সকল ছাত্র সমাজের মনের মাঝে জায়গা করে নেওয়া উদ্দেশ্য বদ্ধপরিকর। আমাদের দলের চিন্তাভাবনা, আমরা রাষ্ট্রকে কোন চোখে দেখতে চাই, সেই ভাবনাগুলো তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়ার সাথে আমরা “জুলাই আন্দোলনের” চেতনা কে ধারন করে জানতে চাই সাধারণ ছাত্ররা বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ পুরো দেশে কী ধরনের রাজনৈতিক কাঠামো দেখতে চায়।

তিনি আরো বলেন, ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে এদেশের সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। ছাত্রদল সবসময় ছাত্র সমাজের সকল অধিকার আদায়ের আন্দোলনে অগ্রভাগে ছিল, আছে এবং ভবিষ্যৎ এ থাকবে। তারই ধারাবাহিকতায় ২০২৩-২৪ সেশনের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মাঝে ফুল বিতরণ, এবং তাদের একাডেমিক কাজের সুবিধার জন্য দিক নির্দেশনা দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা । আমাদের প্রত্যাশা এই বিদ্যাপীঠে আসা নবীনরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে। তারা রাজনৈতিক সচেতন ও অন্যায়ের প্রতি সোচ্চার হবে যেন বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে আর কোন আবরার, আবু সায়িদ, আকরামের ত্যাগের ইতিহাস ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে না পারে।

ববি ছাত্রদলের সাবেকপ্রতিষ্ঠাকালীন সদস্য আরিফ হোসেন শান্ত বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠনটি বর্তামানে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা অনুযায়ী ছাত্রদল সারা দেশে কাজ করে যাচ্ছে। “জুলাই আন্দোলন” এর চেতনা ধারন করে ছাত্রদল এদেশের সকল ছাত্র সমাজের কাছে শিক্ষার্থী বান্ধব ছাত্র সংগঠন হিসাবে। তারই ধারাবাহিকতায় ২০২৩-২৪ সেশনের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মাঝে ফুল বিতরণ এবং তাদের একাডেমিক কাজের সুবিধার জন্য দিক নির্দেশনা দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। আমাদের প্রত্যাশা এই বিদ্যাপীঠে আসা নবীনরা মননশীল, গবেষণাভিত্তিক শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আজমাইন সাকিব, মাহমুদ ইমরান, ইরফান তুহিন, জিহাদ খলিফা, আবু বকর রিফাত, রায়হান, সাজ্জাদ হোসেন, রিফাত মাহমুদ, হাবিবুর রহমান, নুরুজ্জামান মিরাজ,নাইমুল ইসলাম নোমান, মাসুম বিল্লাহ, মোঃ রাকিব হোসেন, মিরাজ,হাবিবুর রহমান প্রমুখ।

উল্লেখ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমানে ছাত্রদলের কমিটি বিলুপ্ত অবস্থায় আছে এবং দ্রুতই কমিটি প্রকাশ করবে বলে জানা গেছে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর