নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ ও ১৮তম আবর্তনের প্রথম বর্ষের (সম্মান) শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে নবীনদের পরিচিতি ও উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীকে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথির বক্তব্যে নবীনদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “তোমরা যারা বিদ্রোহী কবির স্মৃতিধন্য এই বিদ্যাপীঠে ভর্তির সুযোগ পেয়েছ, এটি তোমাদের জন্য গর্বের বিষয়। শিক্ষাজীবনে শুধু একাডেমিক উৎকর্ষ নয়, নিজেকে পরিপূর্ণ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য সামাজিক দায়িত্ববোধের চর্চাও অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় কেবল একাডেমিক শিক্ষার স্থান নয়, এটি সংস্কৃতির, মূল্যবোধের কেন্দ্র। তাই এখানে থেকে শিক্ষা ও সামাজিক চর্চার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে, যেন তোমরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারো।”
অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। তিনি নবীনদের উদ্দেশে বলেন, “তোমাদের লক্ষ্য হবে বিশ্ব জয়ের। এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ও সততা। শিক্ষাজীবনের প্রতিটি পর্যায়ে একাগ্রতার সঙ্গে নিজেদের গড়ে তুলতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম. কামাল।
অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মো. সাইফুল ইসলাম/এমএ