বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরকামারিয়া এলাকায় জামায়াতে ইসলামীর দাওয়াতী অনুষ্ঠানে বিএনপি নেতাদের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১নভেম্বর) বিকালে চরআলগী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরকামারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত শুক্রবার চরআলগী ইউনিয়নের ১নং ওয়ার্ডের এলাকয় জামায়াত নেতাদের পূর্ব নির্ধারিত কর্মসুচি দাওয়াতী কাজ পরিচালনার সময় একই গ্রামের বিএনপি নেতা, স্থানীয় আলাল উদ্দিনের ছেলে আনছারুল (২৮) হক, এবং সোরহাব উদ্দিনের ছেলে কাউসারের (৩০) এর নেতেৃত্বে দাওয়াতি কাজে অংশগ্রহনকারী জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মীদের উপর হামলা করে। এ ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী স্থানীয় সুলতান আহমেদের ছেলে সুমন (৩৫)। এসময় জামায়াত সমর্থিত আরিফ (২৬) এবং মাজহারুল ইসলাম নামে দুই জন আহত হয়েছেন। হামলা কারীরা আহতদের কিলঘোষী এবং মাটিতে গড়াগড়ি দিয়ে প্রকাশ্যে লাঞ্চিত করে।
আনছারুল হক এলাকায় আওয়ামীলীগের রাজনীতির সাথে সমৃক্ত ছিল বলে একাধিক সূত্রে খবর পাওয়া গেছে । গত ৫আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতাদের আশ্রয়ে রয়েছে এই নেতা। এদিকে হামলার সময় তারা জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ এবং চরআলগী ইউনিয়নে জামায়াতের অস্থিত্ব থাকবে না বলে হুমকি প্রদান করে।
এর আগে গত সরকারের সময় বিএনপির রাজনীতির সাথে সমৃক্ত থাকার কারণে সাইফুল ইসলাম নামে একজনকে পিঠিয়ে আহত করেছিল সাবেক এই আওয়ামী নেতা আনছারুল হক।
স্থানীয় জামায়াতে ইসলামীর নেতারা জানান, নদীর স্রোত কে আটকালে যেমন নদীর স্রোত আরও দিগুণ শক্তী নিয়ে ছুটে চলে, ঠিক তেমনি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আটকালে আরও দিগুণ শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। জামায়াতে ইসলামীর প্রোগাম কে বাধা দিয়ে দাওয়াতি কাজ কে আটকিয়ে রাখতে পারবে না, বরং আরো শক্তিশালী হয়ে কুরআনের দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া কথাও জানান তারা।
এ ব্যাপারে গফরগাঁও উপজেলা জাময়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম (রুকন) এবং উপজেলার আরেক নেতা আরিফুল ইসলামের (রুকন) কাছে জানিয়েও কোন সমাধান পাননি চরআলগী ইউনিয়নের জামায়াত নেতারা।
গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব এবি সিদ্দিকুর রহমান জানান, সংশ্লিষ্ট বিষয়ে খোজ খবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
চরআলগীর এই ঘটনাস্থল এলাকায় আমার কোন লোক নেই জানিয়ে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিুর রহমান বলেন, আমি ব্যক্তিগতভাবে এই ঘটনার নিন্দা জানাই এবং বিএনপি নেতাকর্মীদের দ্বারা এই ধরনের ঘটনা প্রত্যাশা করিনা।
আব্দুল হালিম/এমএ