বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
spot_img

জাবিতে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ‘সামাজিক সচেতনতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। লেট’স টক এবাউট মেন্টাল হেলথ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ওয়ালটন ল্যাপটপ। আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ১১৭নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এসময় ওয়ালটনের ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তি পণ্য প্রদর্শনের জন্য রাখা হয় এবং অতিথিরা ঘুরে ঘুরে দেখেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার আয়োজনের আগ্রহ প্রকাশ করেন তারা।  

অনুষ্ঠানে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের হেড অব প্রোগ্রাম ইমদাদুল হকের সঞ্চালনায় খ্যাতনামা অভিনেতা আজিজুল হাকিম বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের শহিদ ও আহতদের স্মরণ করে দোয়া ও সুস্থতা কামনা করছি। ২৪ এর এ গণঅভ্যুত্থানে অনেক শিক্ষার্থী মানসিক ট্রমার পড়েছেন। তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য এ ধরনের সেমিনার আয়োজন করায় ওয়ালটনকে ধন্যবাদ জানাই।’ 

অনুষ্ঠানে চ্যানেল ২৪ এর সিনিয়র সাংবাদিক মাকুসুদ উন নবি বলেন, ‘সাংবাদিকদের বিভিন্ন ধরনের চাপের মধ্যে দিয়ে যেতে হয়। গত দেড় দশক ধরে বিরোধী দলগুলো বিক্ষিপ্তভাবে ক্ষমতার পট পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। জুলাই-আগস্টে সম্মিলিত আন্দোলনে অনেকে জীবন দিয়েছে; অনেকে অঙ্গহানিও হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অবদান অনেক বেশি। সামনের দিনগুলোতে সুন্দর বাংলাদেশ গড়ায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’ 

ওয়ালটনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী বলেন, ‘ছাত্র আন্দোলন যুগে যুগে ন্যায়ের পক্ষে হয়েছে এবং সফল হয়েছে। ওয়ালটন যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে যোগদান করা উচিত। আমরা ওয়ালটনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেশন করতে আগ্রহী। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ২৪ এর চেতনায় আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে একজন ত্রুটিপূর্ণ মানুষকে আঘাতপ্রাপ্ত করা হবে না। বরং তাকে সংশোধনের সুযোগ দিতে হবে। তার কাজের জন্য তাকে অনুতপ্ত হওয়ার সুযোগ দিতে হবে। এটাই ২৪ এর চেতনা। আমরা দেখেছি যারা সাহায্য পাওয়ার কথা তারা পাচ্ছে না। ৭১ এর মহান মুক্তিযুদ্ধের চেতনার সঠিক বাস্তবায়ন হয়নি বলেই ২৪ এসেছে। আমরা এর সঠিক বাস্তবায়ন চাই৷

মোঃ আরিফ হোসেন/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর