শুক্রবার, মার্চ ২১, ২০২৫
spot_img

জাবিতে অটোরিকশা বন্ধে ভোগান্তিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা; প্রতিবাদে মানববন্ধন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বন্ধ রয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা৷ এতে করে ভোগান্তিতে পড়ছেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা। 

শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বরে আয়োজিত মানববন্ধনে বিশেষায়িত রিকশা চালুসহ ৭ দফা দাবি জানিয়েছেন তারা।

মানববন্ধনে তাদের উত্থাপিত দাবিগুলো হলো: বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট, হল ও একাডেমিক এলাকা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রবেশগম্য করা; আবাসিক হলের নিচতলায় চলাচলের পথে লোহার বেষ্টনী রাখা; রাস্তার দুইপাশে চলাচল ও হুইলচেয়ারের জন্য যথেষ্ট জায়গা রাখা;  বিশ্ববিদ্যালয়ের বাসে নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ রাখা ও বাসে টকিং এবং ট্র‍্যাকিং সিস্টেম রাখা; প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত রিকশা চালু; বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবন্ধীদের বিষয়ে সচেতন করা এবং বিভাগের ছাত্র-সংসদে অন্তত একজন প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রাখা। এছাড়াও সমাধান না আসা পর্যন্ত প্রতিবন্ধী শিক্ষার্থীদের রিকশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলাচলের অনুমতি প্রদান করার দাবি জানান তারা। 

মানববন্ধনে সরকার ও রাজনীতি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মমিনুর বলেন, আমরা ক্যাম্পাসে প্রায় ৪০-৪৫ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছি এবং অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন আরও শিক্ষার্থী রয়েছেন। আমাদের কথা চিন্তা না করে হঠাৎ করেই অটোরিকশা বন্ধের ঘোষণায় আমরা বিপাকে পড়েছি। আমরা চাই ভিসি স্যার অতিদ্রুতই এর সুষ্ঠু সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অন্তত ২০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী উপস্থিত ছিলেন৷ 

মোঃ আরিফ হোসেন/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর