শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

নেতৃত্ব তৈরিতে কাজ করে ছাত্রশিবির: কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল

হাবিপ্রবি প্রতিনিধি: নেতৃত্ব তৈরিতে কাজ করে ইসলামী ছাত্রশিবির, সমাজের সবচেয়ে সৎ, মেধাবী, দক্ষ এবং দেশপ্রেমিক রয়েছে তাকে বাছাই করে নেতৃত্ব দিয়ে সমাজের আমূল পরিবর্তনে উৎসাহিত করে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সকল প্রকার জুলুম এবং নির্যাতন নির্মূল করে ভ্রাতৃত্ব ও ন্যায়ের উপর সমাজকে প্রতিষ্ঠিত করা। এর জন্য অবশ্যই নেতৃত্বস্থানীয় পর্যায়ে যেতে হবে।

এসময় তিনি আরো বলেন, সম্প্রতি বাংলাদেশে জুলাই – আগষ্ট বিপ্লবের মূল চেতনা ছিল সমাজের বৈষম্য দূর করা। মানুষ তাঁর ন্যায় বিচার পায়নি এর জুলুমের শিকার হয়েছে।

তিনি আরো যোগ করেন, এই জুলুম ও বৈষম্য দূর করার জন্য সমাজের নেতৃস্থানীয় পর্যায়ে গিয়ে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যেহেতু ইসলামী ছাত্রশিবির একটি শিক্ষার্থীদের সংগঠন তাই সৎ, দক্ষ, দেশপ্রেমিক ব্যক্তি বাছাই করে নেতৃত্ব দিয়ে সমাজের আমূল পরিবর্তনে উৎসাহিত করে ইসলামী ছাত্রশিবির।

কামরুল হাসান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর