শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

নোবিপ্রবিতে ‘ল্যাবরেটরি অব এনিমেল রিসার্চ’ সেন্টার এর উদ্বোধন

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) উদ্বোধন করা হয়েছে উচ্চতর গবেষণার জন্য নবনির্মিত ‘ল্যাবরেটরি অব এনিমেল রিসার্চ’ সেন্টার।

বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নীলদীঘির পাশে নবনির্মিত ‘ল্যাবরেটরি অব এনিমেল রিসার্চ’ সেন্টারের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এসময় নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, এনিমেল রিসার্চের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. শহীদ সরওয়ার সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন,এনিমেল আমাদের লাইফ সাইন্সের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।ভ্যাকসিন ও ঔষধ তৈরির ক্ষেত্রে আগে সরাসরি মানুষকে দেওয়া হয় না। সেল কালচার করা হয়, এনিমেল টেস্ট করা হয়।তারপর হিউম্যানের অল্প অংশকে দেওয়া হয়। তারপর বৃহৎ অংশকে দেওয়া হয়। এনিলেম রিসার্চ হাউজ আমাদের গবেষণার ক্ষেত্রে সাহায্য করবে। আমি আশাকরি লাইফ সাইন্সের সব ডিপার্টমেন্ট এই এনিমেল রিসার্চ ল্যাবকে সঠিকভাবে ব্যবহার করবে৷ 

নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আমরা খুবই আনন্দিত এনিমেল রিসার্চ হাউজটি আমরা আজকে উদ্ভোদন করতে পেরেছি। অনেকদিন ধরে দীর্ঘ ৫-৬ মাস এটি আমরা চালু করতে পারি নি৷ এখন এটি ব্যবহার করার জন্য পরিচালক নিয়োগ দিয়েছি। একটা রিসার্চকে, একটা পাবলিকেশনকে ইমপেক্টফুল করতে এনিমেল রিসার্চের কোন বিকল্প নেই। আমি আশাকরি আমাদের বায়োলজিকাল সাইন্সের ডিপার্টমেন্ট গুলো ওতপ্রোতভাবে এখানে কাজ করবে।তারা তাদের প্রয়োজন মতো এটার ব্যবহার করবে।

আবদুল্লাহ আল মামুন/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর