শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সহযোগিতা প্রকল্প সম্পর্কে অবহিতকরণ ও নতুন উদ্যোগ উদ্বোধন বিষয়ক সভা অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি: বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসন প্রকল্প দলের আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গত আগস্টে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সহযোগিতা (কৃষি পুনর্বাসন) প্রকল্প সম্পর্কে অবহিতকরণ ও নতুন উদ্যোগ উদ্বোধন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, কৃষি বাজারের স্বত্বাধিকারী মোঃ গাউছুল আজম। সভাপতিত্ব করেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মহিদুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শফিকুল ইসলাম সিকদার বলেন, এই ধরণের মহতী উদ্যোগের সাথে জড়িত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি এই প্রকল্প সম্পর্কে জানার পরপরই আমার পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করি এবং ধানের চারার বেড পরিদর্শন করেছিলাম। এ ধরণের কাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি বেশি এগিয়ে আসতে হবে, কারণ সমাজের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা আছে। এসব কাজের সাথে জড়িত থাকলে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পাবে , সাথে দেশ ও জাতি উপকৃত হবে। পাশাপাশি এসব মানবিক কাজে আমার পক্ষ থেকে কিছু করার থাকলে আমি তা করবো।

অনুষ্ঠানের শেষে কেক কেটে “শস্যবৃত্ত” নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। উক্ত সংগঠনটি বিভিন্ন সমস্যা ও দুর্যোগে কৃষকদের নিয়ে কাজ করবে। এ সময় সংগঠনের আহবায়ক কমিটি প্রকাশ করা হয়।

উল্লেখ্য, এই প্রকল্পের অংশ হিসেবে উত্তর ও দক্ষিণবঙ্গের বন্যা কবলিত কৃষকদের মাঝে ১০ লাখ সবজির চারা, ৪০০ কেজি সবজি বীজ, ১ টন ধানের বীজ ও ৫ হেক্টর জমির ধানের চারা বিতরণ করা হয়।

কামরুল হাসান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর