শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

ধামইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

মোঃ এ কে নোমান, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সহযোগিতায় ৯ ডিসেম্বর সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়ে তিনি বলেন: “নারী নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ও সমাজকে একত্রে কাজ করতে হবে।”

সভায় জয়িতা হিসেবে সম্মাননা প্রাপ্ত নারীরা জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরেন। জয়িতা জেসমিন আক্তার, জয়িতা মরিয়ম বেগম এবং ২০১৩ সালের জয়িতা মরিয়ম বেগম তাদের দুঃসময় অতিক্রমের গল্প শুনিয়ে উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেন।

ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির ম্যানেজার ম্যানুয়েল হাঁসদা নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সংগঠনের সচেতনতামূলক কার্যক্রম তুলে ধরেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী এবং ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. সামসুল ইসলাম।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবসের এই উদযাপন নারী অধিকার এবং সুরক্ষার প্রতি ধামইরহাটবাসীর সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতার বার্তা দেয়। উপস্থিত অতিথিরা নারী ক্ষমতায়ন এবং সমাজে নারীর মর্যাদা রক্ষার লক্ষ্যে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর