বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img

বাঁধন ববি ইউনিটের নেতৃত্বে নূরউল্লাহ সিদ্দিকী,আল আমিন এবং জুইঁ মনি

ববি প্রতিনিধি: বাঁধনের বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোঃ আল-আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জুঁই মনি।এছাড়াও জোনাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নুর‌উল্লাহ সিদ্দিকী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা কনফারেন্স হলে সংগঠনটির নবীন বরণ-২০২৪  অনুষ্ঠানে কার্যকরী ২০২৫  কমিটি ঘোষণা করা হয়।

বাঁধন’ ববি  ইউনিটের ২০২৪ সেশনের সভাপতি নুর‌উল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববি উপাচার্য ড.শুচিতা শরমিন।বিশেষ অতিথি ছিলেন উপ-উপচার্য ড.গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ ড.মামুন অর রশিদ এবং বাঁধন ববি ইউনিটের শিক্ষক উপদেষ্টাগন।

নতুন কমিটির অন্যান্য কার্যকরী সদস্যরা হলেন- সহ-সভাপতি মোঃ ফয়সাল আহমেদ,আশা জাহান , সহ-সাধারণ সম্পাদক নীতুন পাল  , সাংগঠনিক সম্পাদক মোঃ তামিম, সহ-সাংগঠনিক সম্পাদক আশেক এলাহী, কোষাধ্যক্ষ মোহাম্মদ শোয়াইব , দফতর সম্পাদক অর্পিতা সাহা , প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর আলম , তথ্য ও শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন , নির্বাহী সদস্য প্রান্ত মৃধা,রেদওয়ানুজ্জামান সাঈফ,উখিয়া আক্তার উর্মি,মোঃ সুমন,মোঃ মাহিন ফয়সাল।

প্রধান অতিথি ববি উপাচার্য ড.শুচিতা শরমিন বলেন,আমি বাঁধনের সাথে অনেক আগে থেকে যুক্ত।যখন আমি  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের হাউজ টিউটর ছিলাম ২০০৮ সালে তখন থেকে বাঁধনের সাথে সম্পৃক্ত ছিলাম।এটি একটি অত্যন্ত মানবিক একটি উদ্যোগ, যখন আমাদের রক্ত ডোনেট করতে হয় সেই জায়গায় বাঁধনের চেয়ে বড় সংগঠন আর নাই। শুধু আপনজন নয় সব মানুষই মানুষ ,সব মানুষ যে বিপদের মধ্যে আছে সেই জায়গা থেকে সকলকে সাহায্য করাই বাঁধনের ভাবনা।

নবনিযুক্ত সভাপতি আল আমিন বলেন”যদিও আমার মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, তবে আমি চেষ্টা করব বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটকে বরিশাল জোন তথা সারা বাংলাদেশের মধ্যে এক অনন্য ইউনিটে পরিণত করার| আমার এই দায়িত্ব পালনে আপনারা বিভিন্ন পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন”

কার্যকরী পরিষদ ২০২৫ এর সাধারণ সম্পাদক জুঁই মনি বলেন,”মানবিক দায়বদ্ধতার খাতিরে প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের উচিত স্বেচ্ছায় রক্তদান করা এসময় তিনি নিয়মিত রক্তদান করার জন্য সকলকে অনুরোধ জানান এবং বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের সকল উপদেষ্টা,কর্মী,ডোনার ও শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।”

সাইফুল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর