বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img

ইমাম নিয়োগের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন ও গণস্বাক্ষর

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও এখনো কেন্দ্রীয় মসজিদে কোনো স্থায়ী ইমাম নিয়োগ হয়নি। দ্রুত সময়ে ইমাম নিয়োগের দাবি নিয়ে মানববন্ধন ও গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচী করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শীর স্মৃতিসম্ভের সামনে বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এ সময় তারা দ্রুত ইমাম নিয়োগসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “মসজিদের খাদেম দিয়ে ইমামতির কাজ করানো হচ্ছে। এতে নামাজ পড়ার সময় কোরআন তেলাওয়াতে ভুল হচ্ছে। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলায় আমরা ভীষণ হতাশ। প্রশাসন আমাদের দাবি মেনে দ্রুত ইমাম নিয়োগ না দিলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।”

শিক্ষার্থীদের দাবিসমূহ হলো,
১. দ্রুত সময়ের মধ্যে ইমাম নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত খণ্ডকালীন ইমামের ব্যবস্থা করতে হবে।
২. নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ এবং নিরপেক্ষ করতে হবে। রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকতে হবে।
৩. নিয়োগ বোর্ডে বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ মো. ইউসুফকে অন্তর্ভুক্ত করতে হবে।
৪. চূড়ান্ত নিয়োগের আগে বাছাইকৃত প্রার্থীদের নামাজ পড়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে।
৫. যোগ্য প্রার্থী না পেলে পুনরায় সার্কুলার দিয়ে যোগ্য ইমাম নিয়োগ দিতে হবে।

শিক্ষার্থীরা আরও জানান, তাদের দাবি পূরণে সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, “পেশ ইমাম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেহেতু প্রার্থীদের আবেদন গ্রহণ, লিখিত পরীক্ষা, ভাইভা ও প্র্যাক্টিক্যাল মুল্যায়ন সহ বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাই একটু সময় লাগবে। আশাকরছি দ্রুত ইমাম নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।”

মো. সাইফুল ইসলাম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর