ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। তাই বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস শেয়ার করেছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ওই স্ট্যাটাসে লিখেছেন, ক্যাম্পাসের প্রকৃত ঘটনা, ৩ দিন আগে কুয়েট ক্যাম্পাসের পাশেই ছাত্রদল সদস্য সংগ্রহ ফরম বিতরণ করে।
তার প্রতিবাদে আজ কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্ডারগ্রাউন্ডে শিবির মিছিল করার ঘোষণা দেয় এবং মিছিল করতে ছিল।
ওই সময় মিছিলের সামনে দিয়ে কুয়েটের ৩ শিক্ষার্থী, যারা ছাত্রদলের সমর্থক ক্লাস শেষ করে বাসায় যাচ্ছিল। তখন মিছিলকারীরা ছাত্রদলের তিনজনকে কোনো কারণ ছাড়াই মারতে মারতে ক্যাম্পাসের বাইরে নিয়ে যায়। এক পর্যায়ে তাদের সেভ করতে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় স্থানীয়দের সঙ্গে শিবির ও বৈবিছায়াদের সংঘর্ষ লেগে যায়। এতে সেখানে কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় আহত হয় বলে শুনেছি। কুয়েটে শিবির ও বৈবিছায়ার কমিটি থাকলেও ছাত্রদলের কমিটি নেই।
আপনারা সেখানে ছাত্ররাজনীতি চালাবেন আর ছাত্রদল চালালে বাধা দেবেন! কেন রে ভাই! একচোখ কানা নাকি আপনাদের? নাকি আন্ধা হয়ে গেছেন?


