পাবিপ্রবি প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে অশ্লীল ও উসকানিমূলক মন্তব্য করায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী বিকর্ণ দাস দিব্য এবং একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রণয় কুন্ডর বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে সাত টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের প্রধান ফটক থেকে তারা এ বিক্ষোভ মিছিল শুরু করেন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রণয় কুন্ডু তার ফেসবুক টাইমলাইনে “ধর্ষক মানসিকতার মাস্টারমাইন্ড” শিরোনামে ড. জাকির নায়েকের একটি ছবি শেয়ার দিয়ে লিখেন: “যাই হোক না কেন, দোষ মেয়েদের। মেয়ে যদি দুধের শিশুও হয়, তাও দোষ মেয়েদের। মেয়েরা Attract করে ছেলেদের দিয়ে rape করায়। ওহ! Rape হওয়া হলো একটা টেস্ট, Rape হওয়ার পর মেয়েরা কী করে, তার টেস্ট। What a great mentality!!!! Salute you, sir.”
ওই পোস্টের মন্তব্যে বিকর্ণ দাস লিখেন, “এর ভক্তরা তো এর মূত্র সেবন করতে পারলেই ভাবে জান্নাত নিশ্চিত।”
পরবর্তীতে এই পোস্ট ও মন্তব্যের জেরে ক্যাম্পাসজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযুক্ত দুই শিক্ষার্থীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মকে নিয়ে অগ্রহণযোগ্য ও অশ্লীল মন্তব্য করায় বিকর্ণ দাস দিব্য ও প্রণয় কুন্ডুকে শাস্তির আওতায় আনতে হবে। তারা পাবিপ্রবির ইতিহাসের কলঙ্কিত চরিত্র। তারা ইসলাম ধর্মকে নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। পাবিপ্রবির বুকে কোন ধর্মবিদ্বেষীর স্থান নাই।
শিক্ষার্থীরা আরও বলেন, জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে। আমি মনে করি ধর্মীয় উসকানী তারই একটা অংশ। তদন্ত করে এই দুইজনকে বহিষ্কার করতে হবে। না হয় আমরা সাধারন শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
জাহিদুল ইসলাম/এমএ