সোমবার, মে ২০, ২০২৪
spot_img

একুশে বইমেলায় নজরুল বিশ্ববিদ্যালয়ের স্টল উদ্বোধন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: “পড় বই গড় দেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে আজ শুরু হলো অমর একুশে বইমেলা – ২০২৪। বাংলা একাডেমির মূল মঞ্চে উপস্থিত হয়ে অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে প্রথমবারের মতো বইমেলায় অংশগ্রহণ করেছে নজরুল বিশ্ববিদ্যালয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ পাওয়া ৮১০ নম্বর স্টলটি উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় প্রথমবারের মতো অংশ নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বইমেলার ৮১০ নম্বর স্টলটি উদ্বোধন করেন। এসময় উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, আমাদের অভিযাত্রার অংশ হিসেবে এবার ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথমবারের মতো প্রাণের বইমেলায় আমরা অংশ গ্রহণ করেছি। এ মেলায় অংশ নেয়ার কারণটি হলো আমাদের বিশ্ববিদ্যালয় যেখানেই থাকুক না কেন আমরা জাতীয় ও আন্তর্জাতিক ভাবে আঁচর কাটতে চাই, দাগ রাখতে চাই। সেজন্য আমাদের প্রকাশনা, গবেষণাপত্র নিয়ে এ মেলায় অংশ নিয়েছি। আপনাদের উপস্থিতি আমাদের প্রাণিত করছে। এই স্টলের মধ্যদিয়ে আমাদের নতুন যে যাত্রা শুরু হলো, নজরুল বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে, এই বইমেলা যতদিন হবে, এই বইমেলার সাথে নজরুল বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আর ছিন্ন হবে না। নজরুল বিশ্ববিদ্যালয় প্রত্যেকবার মেলায় অংশগ্রহণ করবে। বক্তব্যে উপাচার্য ভাষা আন্দলনে শহীদদের প্রতি তাঁর বিনম্র শ্রদ্ধাও জ্ঞাপন করেন।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মো. রিয়াদ হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক ( ভারপ্রাপ্ত) মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ মেহেদী উল্লাহসহ অন্যরা।

বইমেলায় স্টলের ভাবনা প্রসঙ্গে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর বলেন, উপাচার্য স্যারের সৃষ্টিশীল চিন্তা ও ব্যক্তিগত যোগাযোগ ও প্রশাসনিক উদ্যোগের কারণে বইমেলার মতো একটি জাতীয় আসরে প্রথমবারের মতো নজরুল বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। এটি একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

বইমেলায় নজরুল বিশ্ববিদ্যালয়ের স্টলে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউশনের মোট ৫০ টি প্রকাশনা। যেমন, মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে স্মরণভাষ্য বঙ্গবন্ধু সন্দর্শন-২০২২, কর্মসঞ্চিতা ২০২২- সংবাদ বিজ্ঞপ্তি সংকলন, প্রথম বার্ষিক প্রতিবেদন ২০২১-২২, চিরসুন্দর – একাডেমিক ক্যালেন্ডার, জার্নাল অব নজরুল ইউনিভার্সিটি ইত্যাদি। কলা অনুষদ থেকে প্রকাশিত মানববিদ্যা গভেষণাপত্র, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে প্রকাশিত জার্নাল অব সোশ্যাল সায়েন্স, আইন অনুষদ থেকে প্রকাশিত নজরুল ইউনিভার্সিটি ল’ রিভিউ, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে প্রকাশিত রুদ্র মঙ্গল, শিল্প সাহিত্য বিষয়ক গবেষণাপত্র, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে প্রকাশিত ডায়ালজিক, এ রিসার্চ জার্নাল অব ইংলিশ স্টাডিজ, থিয়েটার ও পার্ফর্মেন্স বিভাগ থেকে প্রকাশিত নাট্যবিদ্যা, লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগ থেকে জার্নাল অব গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট, ফোকলোর বিভাগ থেকে প্রকাশিত ফোকলোর গবেষণা পত্রিকা, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ থেকে প্রকাশিত রিসার্চ এবস্ট্রাক্ট, গবেষণা মেলা ২০২৩ এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র থেকে প্রকাশিত রিসার্চ এবস্ট্রাক্ট। এছাড়ায় ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ থেকে যেসব প্রকাশনা পাওয়া যাবে, নজরুলের ত্রিশাল আগমনের ১০০ বছর, নজরুল বীক্ষা, নজরুল মানসলোক, বঙ্গবন্ধুর বাংলাদেশে নজরুল, নজরুল স্টাডিজ, নজরুল প্রতিকৃতি চিত্র এলবাম “কায়ার ছায়ায় নজরুল”, ফিলাটেলিক নজরুল, চিত্র-বিদ্রোহী, কিশোর নজরুল, নজরুল জার্নাল এবং বক্তৃতামালার ৬টি খণ্ড।

প্রথমবারের মতো মেলায় অংশ নেয়ার উদ্যোগ গ্রহণে উচ্ছ্বসিত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

সাইফুল ইসলাম সাজ্জাদ / এম এ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর