সোমবার, মার্চ ১৭, ২০২৫
spot_img

হাবিপ্রবিতে চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ক সেমিনার আয়োজন

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) “Exploring the Role of 4IR Realizing Smart Bangladesh & Importance of ITEE Exam” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম – ২ তে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), আঞ্চলিক কার্যালয়, রংপুর এর উদ্যোগে সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর পরিচালক (বিকেআইআইসিটি) ড. অশোক কুমার রায়। সেমিনারে 4IR বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুব হোসেন। সেমিনারে ITEE বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর ইনচার্জ (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোঃ জাফুরুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই ফ্যাকাল্টি ডিন অধ্যাপক ড. মোঃ দেলোয়ার হোসেন। আলোচ্য সেমিনার সঞ্চালনা করেন আঞ্চলিক পরিচালক, বিসিসি আঞ্চলিক কার্যালয়, রংপুর এর প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে তথ্য প্রযুক্তির বিকল্প নেই। চতুর্থ শিল্প বিপ্লবের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, ব্লক চেইন,বিগ ডাটা,ভার্চুয়াল রিয়েলিটি,ন্যানো টেকনোলজি ইত্যাদির প্রতি শিক্ষার্থীদের দখল আনতে হবে ‌। কৃত্রিম বুদ্ধিমত্তাকে মোকাবিলা করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন – ২০৪১ বাস্তবায়নে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করার বিকল্প নেই।

এই সেমিনারে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই ফ্যাকাল্টির শিক্ষকবৃন্দ সহ মোট ৫০ (পঞ্চাশ)জন শিক্ষক/কর্মকর্তা এবং ৫০ (পঞ্চাশ) জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর