সোমবার, মে ১৩, ২০২৪
spot_img

ইবি জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সভাপতি কাবিল ও সম্পাদক পংকজ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পার্বত্য চট্টগ্রাম (খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান) থেকে আগত আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন জুম্ম ছাত্র কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাবিল চাকমা সভাপতি এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পংকজ চাকমা সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মিলন জ্যোতি চাকমা ২৬ সদস্য বিশিষ্ট কমিটির তথ্য নিশ্চিত করেন।

কমিটির অন্যান্য পদে মনোনীত সদস্যরা হলেন, সহ-সভাপতি চিনুমং মারমা, উথান্ট উইন, অনোমা চাকমা, সহ-সাধারণ সম্পাদক কোকো সাইন মারমা, অতুল চাকমা, চয়নিকা চাকমা,

সাংগঠনিক সম্পাদক মংক্যচিং মারমা, সহ-সাংগঠনিক সম্পাদক বাবলু মারমা, সূচনা ত্রিপুরা, অর্থ সম্পাদক পিকাসু চাকমা, সহ-অর্থ সম্পাদক দিভাস বসু চাকমা, লাইব্রেরি বিষয়ক সম্পাদক ফলিন্দ্র ত্রিপুরা, খেলাধুলা বিষয়ক সম্পাদক নুমংসিং মারমা, উন্মেষ চাকমা, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক চাইন্দাওয়াং মারমা, জসিং থুই মারমা, তথ্য প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মন্টু চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক জুলিয়া চাকমা এবং ছায়া চাকমা।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে সদায় মানিক ত্রিপুরা, পহেল চাকমা, আবির চাকমা, হ্যাপী চাকমা, কৌশলী চাকমা, জয়ন্ত চাকমা, মংসিনু মারমা এবং অংক্যহ্লা খুমি মনোনীত হয়েছেন।

নবনিযুক্ত সভাপতি কাবিল বলেন, জুম্ম ছাত্র কল্যাণ সমিতি পার্বত্য চট্টগ্রাম থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা আদিবাসী শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জুম্ম শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করে। এছাড়াও ক্যাম্পাসে আদিবাসীদের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করে।

রবিউল আলম

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর