রবিবার, মে ১২, ২০২৪
spot_img

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজনে গণ-ইফতার কর্মসূচী

ক্যাম্পাস প্রতিনিধি: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টির ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদ ও সম্প্রীতির আহ্বানে এবার গণ-ইফতারের আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের এই আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও।

সোমবার (২৫ মার্চ) রমজানের ১৪তম দিনে নজরুল বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় মাঠে গণ-ইফতার কর্মসূচি পালন করা হয়। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম ও ত্যাগের মাস। এই মাসে সারা দিন রোজা পালনের পর উৎসবমুখর পরিবেশে আয়োজন হয় ইফতারের। এর দুইদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ঠ গ্রুপে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা গণ ইফতারের আহ্বান জানায়। এই ধারাবাহিকতায় ২৫ মার্চ ইফতার উৎসবে মুখরিত হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ প্রাঙ্গন। এসময় ইসলামিক আলোচনা ও সমবেত দোয়ায় অংশ নেয় শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ইসলাম আর রমজানের যে শিক্ষা, তা সর্বস্তরে ছড়িয়ে দেয়ার জন্যেই এই উদ্যোগ। এছাড়া মুসলিম গণজাগরণের একটি দৃষ্টান্ত হয়েও থাকবে আয়োজনটি।

নজরুল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী নিলয় মাহমুদ রুবেল অনুভূতি প্রকাশ করে বলেন, ক্যাম্পাসে এমন আয়োজন আর দেখিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিনিয়র, জুনিয়র ভাইদের দেয়া টাকা দিয়ে এই কাজে নেমে ছিলাম গতকাল রাত থেকে। আইন বিভাগের ভাইগুলোর পরিশ্রম সত্যি বলার মতো না। ওরা রাত জেগে পর্যন্ত কাজ করেছে। সবাইকে একসাথে এভাবে দেখতে পারাটা সত্যিই আনন্দের। আযানের আগে আগে প্রক্টর সঞ্জয় স্যার আমার হাতে উনার প্লেট টা তুলে দিয়ে বললেন, রুবেল কেউ বাকি থাকলে তার হাতে ইফতার দাও! ছোট ছোট কথা গুলোই তো শান্তি।

নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, এধরনের উদ‍্যোগ বিশ্ববিদ্যালয়ে সবার মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রিতির বন্ধন বৃদ্ধি করবে।

এর আগে ১১ই মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করতে অনুরোধ জানায় শাবি প্রশাসন। প্রধানমন্ত্রীর নির্দেশে এ আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয় সেই বিজ্ঞপ্তিতে।

পবর্তীতে গণ-ইফতার কর্মসূচি পালন করার ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নজরুল বিশ্ববিদ্যালয় সহ আরো অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে।

মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর