সোমবার, মার্চ ২৪, ২০২৫
spot_img

সশস্ত্র বাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাকরি দেয়ার নামে এক ল্যান্স নায়েক গ্রেপ্তার

আব্দুল হালিম, বিশেষ প্রতিনিধি: বিভিন্ন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকুরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে বিজিবির চাকুরীচ্যুত এক ল্যান্স নায়েককে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। এ সময় তার কাছ থেকে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের উচ্চ পদের পরিচয়পত্র পাওয়া গেছে। প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া পরিচিত হওয়া ওই সদস্য মোঃ শাহারুল ইসলাম। বিজিবিতে থাকাকালীন চাকুরী দেয়ার নামে প্রতারণার অভিযোগে ২০২০ সালে ছয় মাসের বেসামরিক জেলসহ চাকুরিচ্যুত হয়।

বৃহস্পতিবার (২৩ মে) র্যাবের একটি চৌকস দল গাইবান্ধার পলাশবাড়ী থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন চাকরি প্রত্যাশীদের দেয়া ফাঁকা চেক বই ও স্টাম্প জব্দ করা হয়।

সিপিসি ৩, গাইবান্ধা  সিনিয়র এএসপি ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোস্তাফিজুর রহমান  জানায়, অভিযুক্ত শাহারুল ইসলাম ২০০৫ সালের ৩ মে বিজিবিতে যোগদান করেন। বিজিবিতে কর্মরত থাকাকালীন বেসামরিক ব্যক্তিদের যোগসাজোসে বিভিন্ন জেলার প্রার্থীদের বিজিবিতে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা আশ্রয় নিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগে গত ২৭ অক্টোবর ২০২০ তারিখে ছয় মাসের বেসামরিক জেলসহ চাকুরীচ্যুত হয়। পরবর্তীতে তিনি বিভিন্ন দালালদের মাধ্যমে বেসামরিক বিভিন্ন মিডিয়া তৈরি করে সাধারণ চাকরিপ্রার্থীকে প্রলুদ্ধ করার জন্য নিজেকে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন অফিসার হিসেবে পরিচয় দিতে বিভিন্ন বাহিনীর উর্ধ্বতন অফিসারের নামের ভুয়া আইডি কার্ড বহন করতেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি এবং অন্যান্য সংস্থায় অবৈধভাবে লোক ভর্তির কথা বলে সাধারণ জনসাধারণের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল।

তিনি আরো জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধের কথা স্বীকার করেছেন।আইনগত ব্যবস্থা নেয়ার জন্য গাইবান্ধার পলাশবাড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলেও জানান।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর